Home » , » নকিয়া ৩৩১০ কি প্রত্যাশা পূরণ করতে পারবে?

নকিয়া ৩৩১০ কি প্রত্যাশা পূরণ করতে পারবে?

নকিয়া ৩৩১০ দীর্ঘ ১৭ বছর পর পুনরায় বাজারে আসতে যাচ্ছে । প্রযুক্তি দুনিয়ায় মার্কেটিং স্টান্টই হতে পারে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা এই অভিনব ঘটনার । তবে কি ব্যর্থ হবে নোকিয়া ৩৩১০, খুব সম্ভবত না ।

নকিয়া ৩৩১০ কি প্রত্যাশা পূরণ করতে পারবে

স্মার্টফোন যুগ শুরুর অব্য‌ব‌হিত পরেই নোকিয়া বাজার হারাতে শুরু করে । হার্ডওয়্যার কোম্পানি হিসেবে নকিয়া সফল ছিল, কিন্তু সর্বাধুনিক সফটওয়্যার পণ্যের চাহিদা ছিল স্মার্টফোন যুগের । গুগল এবং অ্যাপল সফটওয়্যার নির্মাণের পাশাপাশি তাদের দক্ষতার পরিচয় প্রদান করে হার্ডওয়্যার আউটসোর্সিং নীতিতেও । কাজেই এই সকল কোম্পানিগুলো শুধুমাত্র ফোন নির্মাণ নয়, মনোনিবেশ করে সেরা হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতার সম্মিলন ঘটানোর কাজে । এখানেই ব্যর্থ হয় নকিয়া । ২০১৪ সালে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের কাছে নকিয়া তাদের ব্যবসা বিক্রয় করে । মূলত মাইক্রোসফট তাদের মোবাইল ফোন অপারেটিং সিস্টেমের প্রসারে প্রায় ৭ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয় নকিয়াকে । পরবর্তীতে ২০১৬ সালে তারা এইচএমডি গ্লোবাল নামের ফিনিস্ কোম্পানির কাছে নকিয়ার ফিচারফোন ব্যবসা বিক্রয় করে । নকিয়ার হেডকোয়ার্টারের বিপরীত দিকে অবস্থিত এইচএমডি শুধুমাত্র ফিনল্যান্ডের কোম্পানি বলেই নয়, এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রাক্তন নোকিয়ার কর্মকর্তাদের অনেকেই । ২০১৬ সালে তাইওয়ান এর ফক্সকনের সাথে যৌথ উদ্দ্যোগে এইচএমডি নকিয়া ফোন তৈরী শুরু করে । এই প্রচেষ্টার প্রথম পণ্য ছিল নকিয়া ১৫০ নামের একটি ফিচারফোন । আর এইচএমডি বার্সেলোনায় এবছর ফেব্রুয়ারীতে ঘোষণা করে নোকিয়া ৩৩১০, ৩, ৫ ও ৬ । লক্ষ্যণীয় যে, এই চারটি ফোনের মধ্য তিনটিই স্মার্টফোন । কাজেই, এইচএমডি যে স্মার্টফোনের বাজারে বাজী রাখবে তার ইঙ্গিত এখানেই সুস্পষ্ট । তাহলে, নকিয়া ৩৩১০ এর ভাগ্যে কি হবে? ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদেনে জানাচ্ছে যে নকিয়া ৩৩১০ মোবাইলটি সনি এক্সজেড প্রিমিয়াম, এলজি জি৬ এর মতো ফ্ল্যাগশিপ ফোন থেকেও দশগুন বেশি মনোযোগ লাভ করেছে । অবমুক্তির পরের ঘটনা হিসেবে না নিয়েও বলা যায়, নকিয়ার এই দ্বিতীয় জীবনের দিকে সকল আলো শুষে নেয়ার মিশনে এই ফিচার ফোন সম্ভবত মুক্তির আগেই হিট চলচ্চিত্রের মতোই স‌ফল হয়েছে ।
শেয়ারঃ

আমার ফোন আমার ফোন সম্পর্কে

আমার ফোন একটি মোবাইল ফোন সম্পর্কিত ব্লগ । প্রতিদিন সকল আপডেট পেতে লাইক দিন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে অথবা যোগ দিন আমাদের ফেসবুক ফ্যান গ্রুপে

0 comments:
Post a Comment