Home » , » এবার বুড়ো আঙ্গুলের কারসাজিতে চলবে এইচটিসি ওসেন নোট স্মার্টফোন

এবার বুড়ো আঙ্গুলের কারসাজিতে চলবে এইচটিসি ওসেন নোট স্মার্টফোন

এ বছরের শুরুর দিকেই এইচটিসির একটি মোবাইলের কিছু ছবি তথ্যসহ ফাঁস হয়ে যায় । ফাঁস হয়ে যাওয়া তথ্যের ভিত্তিতেই ফোনটি মানুষের আকর্ষনের মূল কেন্দ্রে এসে দাঁড়ায় । ছবি দেখেই মানুষ বুঝে নিয়েছিল, এটি হচ্ছে এইচটিসি ওসেন নোটের ফটো । বাটন ছাড়া এই স্মার্টফোনটি দেখে মানুষ ভেবেই নিয়েছিল যে ওসান নোট এজ সেন্স ফিচার নিয়ে আসছে । হ্যান্ডসেটটির ফিচারে আরও থাকছে নতুন এজ কন্ট্রোল্ড ফিচার এবং ইউআই ।

এবার বুড়ো আঙ্গুলের কারসাজিতে চলবে এইচটিসি ওসেন নোট স্মার্টফোন

ভারতের সংবাদ মাধ্যমের ভিত্তিতে, ফোনটির ফাঁস হওয়া তথ্য এবং ছবি থেকে স্পেসিফিকেশনের কোন সঠিক ধারণা পাওয়া যায়নি । তবে যা জানা গিয়েছে তা হল, মোবাইলটিতে আছে কার্ভড এজ ডিসপ্লে । ফোনের অনেক ধরনের কাজ পরিচালিত হবে এই কার্ভড অংশ থেকে । অনেকটাই সামসাং গ্যালাক্সি এজের মত কাজ করবে এই কার্ভড এজ । অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.১.১ নুগেট চালিত হ্যান্ডসেটটিতে মিলবে নতুন কিছু ফিচার এবং সাথে থাকছে ৫.৫ ইঞ্ছি ডিসপ্লে ।

এই ফোনটির নতুন ফিচারের মধ্যে অন্যতম রয়েছে এজ নিয়ন্ত্রিত ইন্টারফেস । এই এজ নিয়ন্ত্রিত ইন্টারফেসকে সেখানেই দেখানো হবে যেখানে মোবাইল নিয়ন্ত্রনের জন্য রয়েছে কিছু ফাংশন । এই ফোনটিতে আরও একটি বিশেষ ফিচার রয়েছে আর তা হল বুড়ো আঙ্গুল ব্যবহার করে বিভিন্ন শর্টকাটে কাজ করা যাবে । আবছা তথ্য গুলোর মধ্যে একটি প্রকাশিত তথ্য রয়েছে যে এই স্মার্টফোনে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং জিপিও হিসাবে থাকছে অ্যাড্রিনো ৫৪০ । আশা করা হচ্ছে, এই ফোনের বুড়ো আঙ্গুলের কারসাজি ফিচারটি বেশ সাড়া ফেলবে । ছবি ক্রেডিটঃ GSMDome
শেয়ারঃ

আমার ফোন আমার ফোন সম্পর্কে

আমার ফোন একটি মোবাইল ফোন সম্পর্কিত ব্লগ । প্রতিদিন সকল আপডেট পেতে লাইক দিন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে অথবা যোগ দিন আমাদের ফেসবুক ফ্যান গ্রুপে

0 comments:
Post a Comment